জবিতে বর্ষবরণের প্রস্তুতি সম্পন্ন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM , আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ উৎযাপন করতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানমালায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন থাকছে। অনুষ্ঠানে সভাপতিত্ব বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার এবারের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নদী’। এবার মঙ্গল শোভাযাত্রার মূল স্লোগান হচ্ছে ‘বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। মঙ্গল শোভাযাত্রাটি সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরানো ঢাকা বিভিন্ন সড়ক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এসে শেষ হবে।
এরপর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংগীত বিভাগের পরিবেশনায় নৃত্য ও দলীয় সংগীত, লোক সংগীত। নাট্যকলা বিভাগের পরিবেশনায় নদীকে কেন্দ্র করে কবিতা, সংগীত, নৃত্য ও অভিনয় সহযোগে কোলাজ পরিবেশনা। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে মেলার আয়োজন থাকবে।
এসবের পাশাপাশি নববর্ষের দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় ‘প্রকাশনা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। পুরানো ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এতে অংশগ্রহণ করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।