শিক্ষার্থীদের সঙ্গে হলের ডাইনিংয়ে খাবার খেলেন পবিপ্রবি উপাচার্য
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১০ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কেরামত আলী হল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও আবাসিক হলের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে হঠাৎ পরিদর্শনে যান তিনি। এ সময় তাদের সঙ্গে রাতের খাবার খান উপাচার্য।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেলিম, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। উপাচার্য হলে প্রবেশ করেই একাধিক রুমে গিয়ে শিক্ষার্থীদের আবাসন পরিস্থিতি, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপত্তা ও খাবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের চলমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় প্রতিকার দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে সিট বরাদ্দ, পানি সংকট, ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডাইনিংয়ের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে উপাচার্য হলের ডাইনিংয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সারিতে বসে রাতের খাবার খান। উপাচার্যের এ ধরনের সরলতা ও আন্তরিকতায় শিক্ষার্থীরা ছিলেন উচ্ছ্বসিত।
আরও পড়ুন: অবশেষে ভিসি পেল কুয়েট, দায়িত্বে বুয়েটের প্রাক্তন অধ্যাপক মাকসুদ হেলালী
ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘তোমাদের প্রতিটি অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’
উপাচার্যের পরিদর্শনের বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন তুহিন বলেন, ‘উপাচার্য স্যার যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাতে বোঝা যায়, তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো আন্তরিকভাবে নিতে চান। আমরা আশাবাদী, দ্রুত সমাধানও মিলবে।’
হলের আবাসিক শিক্ষার্থী মো. রিয়াজ মাহমুদ বলেন, প্রশাসনের আন্তরিকতা কেবল অফিস রুমে বসে কাজ করলেই হয় না, বরং মাটির কাছাকাছি গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে সমস্যা বোঝার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রকাশ পায়। উপাচার্যের এই হল পরিদর্শন তার একটি উদাহরণ হয়ে থাকল।