নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩য় আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন

১৩ জুলাই ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০১:৫০ PM
৩য় আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন

৩য় আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু হয়েছে। ‘বিশ্ব মঞ্চে মানবতার জয়গান যুদ্ধ নয়, শিল্পে হোক শান্তির সন্ধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জুলাই ২০২৫ তারিখ (রবিবার) সকালে নাট্যকলা ও পরিবেশনা বিভাগের জিয়া হায়দার ল্যাবে (পুরাতন কলা ভবন) এ উৎসবের আয়োজন করা হয়।

নাট্যকলা ও পরিবেশনা বিভাগের প্রভাষক রুদ্র সাওজালের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক  ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, Mr. Lee Jeong-hoon, Mime Actor and President of the Koera Mime Association (Korea)। 

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিভাগ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্র ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎবের সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।  

উল্লেখ্য যে ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। এতে ১৩ জুলাই বেলা ১১.৩০ মি. Lee Jeong- hoon’s Pantomime: Wall, Butterfly, Baby (Korea), দুপুর ১২.০০ ঘটিকায় Mir Lokman  অভিনীত ও নির্দেশিত Chair: The Sign of Power, দুপুর ১২.৩০ মি. Mahabub Alam অভিনীত ও নির্দেশিত Guantanamo Bay উপস্থাপন করা হবে। 

এছাড়াও ১৪ জুলাই সফ্যা ৭.৩০ মি. শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jekyll & Mr. Hyde, ১৫ জুলাই শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, ১৬ জুলাই সফ্যা ৭.৩০ মি. মোনালিসা রায় নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা এবং শেষ দিন ১৭ জুলাই মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান পরিবেশিত হবে। ঐ দিন সন্ধ্যা ৭.১৫ মি. মানিকগঞ্জের পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9