মিটফোর্ডে ব্যবসায়ী খুন

ইডেন কলেজে বিক্ষোভ, ছাত্রদলের সঙ্গে যুক্তদের হল ছাড়ার হুঁশিয়ারি

ইডেন কলেজে বিক্ষোভ
ইডেন কলেজে বিক্ষোভ  © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ী হত্যার ঘটনায় রাতভর উত্তাল ছিল ইডেন মহিলা কলেজ। শুক্রবার (১১ জুলাই) কলেজের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্তদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আল্টিমেটাম দেন। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) জনসমক্ষে পিটিয়ে ও পাথর দিয়ে বুক ও মাথা থেঁতলে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যাকাণ্ডে যাদের দেখা যায়, তাদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও সহযোগী সংগঠন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী শনাক্ত হয়েছে। ফলে এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপির ব্যাপক সমালোচনা চলছে। অনেকে এ ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ের ঘটনাগুলোর সঙ্গে তুলনা করছেন।

 

 


সর্বশেষ সংবাদ