অনির্দিষ্টকালের জন্য ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM

রাজধানীর ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি বর্তমানে একটি পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম, যেমন- প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ, অডিও বা ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত থাকবে।’
এছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির যেকোনো কার্যক্রম পরিচালনা আপাতত বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত কলেজের সকল বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তার অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমিতির সদস্যদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। তিনি বলেন, ‘আমি অধ্যক্ষ ম্যাডামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তুমি আমাকে না জানিয়ে কেন রেকর্ড নিউজ করেছো? আমি বলেছিলাম, ভিডিওতে ক্ষমা চাইতে হবে না, সামনে এসে বললেই হবে। আমি তখন জানাই, রেকর্ড আমি করিনি, অন্য কেউ করেছে। তবে রেকর্ডটি যদি করেও থাকে, সেটি তো মিথ্যা কিছু না, উপসচিব ক্ষমা চেয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমি কেবল সেই তথ্যই সংবাদে তুলে ধরেছি, এটা তো কোনো অপরাধ নয়।’
স্মৃতি আক্তার আরও বলেন, ‘অধ্যক্ষ ম্যাডাম জানিয়েছেন, যেহেতু ইডেন কলেজের নাম যুক্ত হয়েছে, কলেজের কারো কিছু হলে তার দায়ভার তাকেই নিতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই তিনি সমিতির কার্যক্রম স্থগিত করেছেন।’
কলেজ প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়াটা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা। অবিলম্বে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েন শিক্ষার্থীরা।