জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের সময়সীমা বাড়ল
- আরফান আলী
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আবেদন ফরম পূরণের সময়সীমা ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ চারশত টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি সংশ্লিষ্ট কলেজে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে ২৬ মে প্রকাশিত পূর্বের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লগইন করে Application Payment Info Preli অপশন থেকে পে স্লিপ ডাউনলোড করে তা প্রিন্ট করে নির্ধারিত সোনালী ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus অথবা Important Notice অপশন থেকে জানা যাবে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি ও করণীয় হলো, অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি ৩০ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে । এরপর আবেদন ফি জমা দেওয়া যাবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে হবে ৩ আগস্টের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফান্ডে আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত।