পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

১০ প্রভাষক নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১০টি স্থায়ী পদে প্রভাষক নিয়োগ দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এ পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২১ জুলাইয়ের মধ্যে ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ১টি, গণিত বিভাগ ২টি, পরিসংখ্যান বিভাগ ২টি, মার্কেটিং বিভাগ ১টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ১টি, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ১টি ও কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ২টি বিভাগসমূহের প্রভাষক পদে আবেদন করার জন্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এদিকে গত বছর ২ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

আবেদন কারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সমূহ
সংশ্লিষ্ট বিভাগের প্রভাষক পদে আবেদনকারী প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (স্কেল: ৫.০০) থাকতে হবে। তবে ২০০১, ২০০২, ২০০৩ সনে এসএসসি বা সমমান এবং ২০০৩ সনে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (স্কেল :৫.০০) থাকতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে (স্ব স্ব বিষয়ে) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যে কোন একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিজিপিএর ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ (স্কেল : ৪.০০) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অন্যান্য শিক্ষাগত যোগ্যতার যে কোন একটির শর্ত শিথিল করা যেতে পারে।

অন্যদিকে কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ অথবা জিপিএ ৪.০০ (স্কেল। ৫.০০ )শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট/পানি সম্পদ প্রকৌশল/পুঞ্জ কৌশল/পরিবেশ কৌশল/উপকূল কৌশল/যন্ত্রকৌশল/ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রিজিলিয়েন্স বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট/পুরঃ কৌশল/যন্ত্রকৌশল/পানি সম্পদ প্রকৌশল/উপকূল কৌশল/ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রিজিলিয়েন্সসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence