নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঠ সংস্কারে অনিয়মের অভিযোগ

মাঠ সংস্কারে অনিয়মের অভিযোগ
মাঠ সংস্কারে অনিয়মের অভিযোগ  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কেন্দ্রীয় মাঠ সংস্কারের অংশ হিসেবে মাঠের চারদিকে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে উল্লেখিত নির্ধারিত শর্ত মানছে না সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। 

সরেজমিনে দেখা যায়, প্রকল্প নীতিমালায় মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে শর্তে বলা হয়েছে কমপক্ষে ৭.৮ মিমি থেকে ৯ মিমি পুরুত্বের পাইপ ব্যবহার করতে, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যে পাইপ ব্যবহার করছে সেই পাইপের গায়ে ৮ মিমি লেখা থাকলেও বাস্তবে তা ৮ মিমি এর চেয়েও কম। 

এ নিয়ে নির্বাহী প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  প্রথমত উনারা যে ব্র‍্যান্ডের পাইপ ইউজ করতেছে সেই ‘মাই ওয়ান’ অন্য কোন কাজে কেউ ব্যবহার করছে না। সাধারণত আরএফএল বা লিরা এসব ব্র‍্যান্ড এক্সেপ্ট করি আমরা। দ্বিতীয়ত আমাদের শর্তে বলা আছে মিনিমাম ৭.৮ মিমি থেকে ৯ মিমি এর মধ্যে থাকতে হবে, কিন্তু ফিজিক্যালি গিয়ে দেখি যে ৮ মিমি লিখা থাকলেও বাস্তবে আমাদের মেজারমেন্টে আরও কম। পাইপের আউটারে যে মাপ সেটা ঠিক থাকলেও ভেতরে সেই পরিমাণ থিক পাই নাই আমরা। এ বিষয়টি জানার পর আমরা নিজ উদ্যোগে সেসব পরীক্ষা করি, পরে আমরা সেগুলো রিজেক্ট করে বলি পাইপগুলো ব্যবহার করা যাবে না। তাছাড়া কোন সরঞ্জাম ব্যবহারের পূর্বে প্রকল্প দপ্তরের এপ্রুভাল লাগে কিন্তু তারা এ ব্যাপারে আমাদের থেকে জিজ্ঞেস করেও নেয়নি। 

এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মঙ্গল বলেন, যে মাপের কথা শর্তে বলা আছে সেটাই আনা হবে। পাইপের গায়ে দেখবেন ৮ মিমি লেখা আছে। আমরা কোম্পানির কাছে ৮ মিমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু কোম্পানি কম দিয়েছে। আমরা কাজ আপাতত বন্ধ রাখছি। কোম্পানিকে জানাইছি, তারা বলছে যে মাপের অর্ডার দেওয়া হয় তার চেয়ে কিছুটা কম মিমি থাকে। আমাদেরকে আগে বলে দিলে সেভাবে তৈরি করে দিতাম। পাইপের ব্র‍্যান্ডের ব্যাপারে তিনি জানান, শর্তে নির্দিষ্ট কোনো ব্র‍্যান্ড ব্যবহারের উল্লেখ ছিলো না। শুধু মাপ উল্লেখ ছিলো।

কোম্পানি পাইপ পৌছানোর সময় কেন পরীক্ষা করে দেখা হলো না প্রশ্নে তিনি বলেন, আমি ছিলাম না তখন, আর আমার লেবাররা বুঝে নাই। কবে নাগাদ এই পাইপগুলো ফেরৎ দিয়ে আবার কাজ শুরু হবে জানতে চাইলে তিনি জানান, কোম্পানিকে জানানো হয়েছে৷ বলেছে সেই ৮ মিমি মাপে নতুন তৈরি করে দিয়ে যাবে। এরপর প্রকল্প দপ্তর থেকে অনুমতি পেলে কাজ আবার শুরু করবো।


সর্বশেষ সংবাদ