বাড়ি ফেরার পথে ববি শিক্ষার্থীকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে ছিনতাই

২৪ জুন ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. আসাদ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে তুলে নিয়ে যাই অপহরণকারীরা। পরবর্তীতে মুক্তিপণ দাবি করেন তারা। এক পর্যায়  মুক্তিপণ না পেয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে ভুক্তভোগী শিক্ষার্থীকে ছেড়ে দেন তারা। সোমবার (২৩ জুন) বরিশাল থেকে নিজ বাড়ি (ঝিনাইদহ) যাওয়ার পথে মাদারিপুরে সকাল ৮টার দিকে বাস থেকে নামার পর অপহরণের শিকার হন ঐ শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।

শিক্ষার্থীর পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তার বড় চাচা মারা যাওয়ায় আজ ভোর ৬টায় বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে মাদারিপুর বাস থেকে নেমে ঝিনাইদহ যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন তিনি। এসময় একটি মাইক্রোবাস তাকে ঝিনাইদহ পৌঁছে দেওয়ার কথা বলে উঠিয়ে নেয়। পরবর্তীতে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতা নেয়। অপহরণকারীরা প্রশাসনের তৎপরতার খবর পেয়ে ভুক্তভোগীর মোবাইল-মানিব্যাগ রেখে তাকে ছেড়ে দেয়। 

ভুক্তভোগী আসাদের সহপাঠী রাফিদ হাসান জানান ‘আসাদের চাচা মারা যাওয়ায় আজ ভোরের দিকে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে সে এই ঘটনার শিকার হয়।’

আসাদের বাবা বলেন, ‘আসাদের বড় চাচা গতকাল রাতে মারা যাওয়ায় আজকে ভোরে বাড়ি আসার পথে মাদারিপুর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দিয়েছে। পরে অন্য একটি বাসে করে আসাদ বাড়ি ফিরছে বলে জানান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, ‘মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদহ বাড়ি যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সাথে সাথে মাদারিপুর পুলিশকে কল করি।  শিক্ষার্থী এখন নিরাপদে আছে সে বাড়ি ফিরতেছে শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি।’

দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ বঞ্চি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অবসরের ইঙ্গিত দিলেন নেহা কক্কড়!
  • ১৯ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মুয়িদ, সম্পাদক  হাসান…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9