ছুটি শেষে রোববার খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০২:২৯ PM

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ১৪ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। আগামীকাল (১৫ জুন ) থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অনেকে এরই মধ্যে হল ও মেসে ফিরেছেন। দীর্ঘ ছুটির পর আবারও অ্যাকাডেমিক ব্যস্ততায় ফিরতে প্রস্তুত শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্যাম্পাসেও বেড়েছে শিক্ষার্থীদের পদচারণা।
গত ১ জুন (রোববার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ক্লাস এবং ৩ জুন (মঙ্গলবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত অফিস ছুটি ছিল।