প্রতারক চক্রের ফাঁদে জবি শিক্ষার্থীরা, ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে পড়েছে এমন আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার (১ জুন) দিনব্যাপী এক প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীর ফোন নম্বরে যোগাযোগ করে স্কলারশিপ বা বৃত্তির প্রলোভন দেখিয়ে ব্যাংক কার্ডের গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী অর্থ হারিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী বলেন, ‘আমার ভিসা কার্ড আছে। এক চক্র ফোন দিয়ে আমার পুরো নাম ও বিভাগ বলে জানায়, আমি মেধাবৃত্তি পেয়েছি। এরপর তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট চায়, আমি ভুল করে দিয়ে ফেলি। আমার অ্যাকাউন্টে ৬ হাজার টাকা ছিল, তারা সব নিয়ে গেছে। আল্লাহ ওদের হেদায়েত দিক।’
একই ধরনের অভিজ্ঞতা বর্ণনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাহিল বলেন, ‘একজন ফোন করে বলে আমি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছি। সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দেয়। সে আমার কাছ থেকে দুইবার ওটিপি ও ব্যাংক তথ্য চায়। প্রশ্ন হলো—আমার এত তথ্য সে জানলো কীভাবে?।’
আরেক ভুক্তভোগী, সামি উদ্দিন সাজিদ জানান, ‘ওই ব্যক্তি সালাম দিয়ে আমার বিভাগ, ব্যাচ, এমনকি আমার মা-বাবার নাম, কোন ব্যাংকের কোন শাখা থেকে এইচএসসির বৃত্তি পেয়েছি—সব বলে। এরপর জানতে চায়, ডাচ-বাংলা ছাড়া আর কোনো অ্যাকাউন্ট আছে কি না, কার্ড অ্যাকটিভ কি না। আমি যখন কার্ড নম্বর দিতে অস্বীকৃতি জানাই, তখন সে বলে, তাহলে টাকা আমি নিজের কাছে রেখে দিচ্ছি!।’
শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, ধারণা করা করছি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ডেটাবেস থেকে আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। সমস্যাটির সমাধান করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আপাতত শিক্ষার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’