স্কয়ারের নামে নকল ইনজেকশন, প্রাণ গেল কলেজছাত্রীর

স্কয়ার কোম্পানির লোগো ও কলেজছাত্রী রিপা
স্কয়ার কোম্পানির লোগো ও কলেজছাত্রী রিপা  © সংগৃহীত

পাবনা সাঁথিয়া উপজেলায় নকল ইনজেকশন পুশ করার পর রিপা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) সকালে দ্বিতীয় ইনজেকশন পুশের পরই মারা যান তিনি। এ ঘটনায় উপজেলার কাশিনাথপুর বাজারের কাওছার ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, নিহত কলেজছাত্রী রিপা সুজানগর উপজেলার দুলাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। রিপা টাইফয়েডে আক্রান্ত হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেনের কাছে নেওয়া হয়। 

চিকিৎসক রিপাকে স্কয়ার কোম্পানির সেফট্রিয়াক্সোন ২ গ্রাম আইভি ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ২০ মে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট ফার্মেসি থেকে ইনজেকশনটি কিনে প্রথমবার শরীরে পুশ করানো হয়। ইনজেকশটির ব্যাচ নম্বর ছিল ৭ ডিজিটের। এরপর ২১ মে সকালে দ্বিতীয়বার ইনজেকশন পুশ করার পরপরই রিপা মারা যান। 

এ বিষয়ে মেডিসিন পয়েন্টের বিক্রয় প্রতিনিধি মৃদুল বলেন, ‘ইনজেকশনটি স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হাবিবুর রহমানের থেকে নেয়া হয়েছিল। তিনি কাওছার ফার্মেসি থেকে সংগ্রহ করে মেডিসিন পয়েন্টকে দিয়েছিলেন।’

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘স্কয়ারের সাথে আমরা কথা বলেছি। তাদের ইনজেকশনের ব্যাচ নং ৭ ডিজিটের। এক্ষেত্রে ইনজেকশনটি নকল। আর এই ইনজেকশনটি কাওছার ফার্মেসী থেকে সরবরাহ করার প্রমাণ মেলায় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে তাদের জরিমানা করেছি। শুধু ওই ইনজেকশনের ক্ষেত্রেই জরিমানা করা হয়েছে এবং সেটি নকল ঔষধ সরবরাহের দায়ে। অভিযানে ফার্মেসীতে আর কোনো নকল ঔষধ আমরা পাইনি।’

এ বিষয়ে পাবনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্ববধায়ক মো. রোকনুজ্জামান বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করতে পারে না। এজন্য ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন হয়। এ কারণে বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই এবং পরবর্তীতে অভিযান চালিয়ে ওই ফার্মেসীকে জরিমানা করি। এর বাইরে চাইলে নিহতের পরিবার আইনি সহায়তা নিতে পারেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence