শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন: বেরোবি ভিসি

০৫ মার্চ ২০১৯, ০২:২৩ PM

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার দুর্বলতার দায়ভার টানছে শিক্ষার্থী ও শিক্ষকরা। বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী হয়েও ইংরেজিতে দুর্বলতার জন্য কাঙ্ক্ষিত হারে এগুতে পারছে না।

গতকাল সোমবার রাজধানীর নিকুঞ্জে আমেরিকান তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. কলিমউল্লাহ নিজের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকদের যোগ্যতার ঘাটতি রয়েছে। শিক্ষা জীবনে সঠিক দিক-নির্দেশনা না পাওয়াই এর জন্য দায়ী। শিক্ষকদের নিজেদের প্রশিক্ষিত করার উপরও জোর দেন তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগেও বড় অংকের টাকার লেনদেন হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।

এসময় কাজী আইটির সিইও মাইক কাজী বলেন, গেলো নয় বছর ধরে বাংলাদেশে কাজ করছেন তারা। তবে এখনও যোগ্য কর্মী পেতে বেগ পেতে হয় তাদের। ১০০ জন পরীক্ষা দিলে তার মধ্যে ৯০ জনই ইংরেজিতে দক্ষ নয় বলেও মন্তব্য করেন মাইক কাজী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর উচিত বছরে ৩ থেকে ৪ বার আইটি ইন্ডাস্ট্রি নিয়ে সেমিনারের আয়োজন করা। বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের বিষয় হয়ে উঠছে আইটি খাত।’

অনুষ্ঠানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কাজী আইটির সিইও মাইক কাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬