জবি সিন্ডিকেটে থেমে গেল জকসু গঠনতন্ত্রের অগ্রযাত্রা

০৭ মে ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
জবি

জবি © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনের প্রক্রিয়ায় আবারও ধাক্কা লাগলো। শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত না করায় বিশেষ সিন্ডিকেট সভায় অনুমোদন পায়নি প্রস্তাবিত গঠনতন্ত্র।

বুধবার (৭ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

উপাচার্য বলেন, ‘ছাত্রদের মধ্যে যাতে বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয়, সেজন্য গঠনতন্ত্রে তাদের মতামত সংযুক্ত করে পরে অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। ফলে কিছুদিন সময় লাগবে।’

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন জানান, ‘শিক্ষার্থীদের মতামত ছাড়া নীতিমালা বাস্তবায়নে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।’ 

তিনি আরও জানান, কমিটি আগামী ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করে তা সিন্ডিকেটে উপস্থাপন করবে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দীর্ঘদিন ধরেই জকসু বাস্তবায়ন শিক্ষার্থীদের অন্যতম দাবি। গঠনতন্ত্রটি পাস হলে বহুল প্রত্যাশিত জকসু নির্বাচনের পথ খুলে যাবে বলে মনে করছেন অনেকে।

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬