শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি বাঙলা কলেজ

  © সংগৃহীত

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ আজ গভীর সংকটে নিমজ্জিত। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় কলেজটির শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শত শত শিক্ষার্থীর একাডেমিক জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে পরিস্থিতি চরমে পৌঁছেছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে এসব বিভাগে নতুন কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় পাঠদান কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় বাধ্য হয়েই অন্য বিভাগের শিক্ষকরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে করে নিয়মিত ক্লাস, ল্যাব কার্যক্রম, এমনকি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনাও রক্ষা করা যাচ্ছে না।

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাওন আহমেদ সৈকত বলেন, “শিক্ষকের অভাবে প্রতিটি ক্লাসই যেন বর্জনের শামিল। বই পড়ে শুধু থিওরি শেখা যায়, কিন্তু বাস্তব জ্ঞান ছাড়া ফিন্যান্স শেখা মানে অন্ধকারে তীর ছোড়া।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ফাহাদের কথায় স্পষ্ট হতাশার ছাপ। তিনি বলেন, “যেখানে শিক্ষকই নেই, সেখানে শিক্ষার আশা করাটা যেন ব্যঙ্গাত্মক। প্রতিদিনই অনিশ্চয়তা আমাদের ঘিরে ধরছে।”

শুধু ব্যবসায় শিক্ষা নয়, দর্শন, ভূগোল ও পরিবেশ, আইসিটি এবং মৃত্তিকা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতেও শিক্ষক সংকট প্রকট। গড়ে প্রতিটি বিভাগে ৪৫০ থেকে ৫৫০ জন শিক্ষার্থী থাকলেও, নেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক। ফলে শিক্ষার্থীরা নির্ভর করছেন স্ব-অধ্যয়ন বা কোচিং সেন্টারের উপর, যার প্রভাব পড়ছে শিক্ষার মান ও মানসিক স্বাস্থ্যে।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন চৌধুরী বলেন, “শিক্ষক না থাকায় আমাদের বিভাগের শিক্ষকদেরই অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে তাদের উপর অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ পড়ছে, যা শিক্ষার স্বাভাবিক ধারাকেই ব্যাহত করছে।”

চলতি বছরের ১৬ জানুয়ারি সচেতন শিক্ষার্থীদের একটি দল শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

কলেজটির অধ্যক্ষ কামরুল হাসান জানান, “আমরা শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুতই সমাধান হবে।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence