শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার অনুমতি দেয়।
এ প্রেক্ষিতে প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, গত সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদসহ সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে রাতভর বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। পরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন করে আবারও শাকসুর অনুমতি দেন।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।