সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউপি সদস্য সোহরাব হোসেন © টিডিসি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব চরজব্বর গ্রামের সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধূমপানের পুরোনো একটি ভিডিওকে মাদক সেবনের ভিডিও বলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর বনফুল রেস্টুরেন্টে পূর্ব চরজব্বর গ্রামের এলাকাবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী ইউপি সদস্য সোহরাব হোসেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা হক সাহাব, মমিন উল্যাহ, মো. রিপন, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সুবর্ণচর উপজেলা আহ্বায়ক ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ২০০৫ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ২০২১ সালেও নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। কিন্তু প্রতিপক্ষ তার জয় চিনিয়ে নেয়।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার লোকজন নিয়ে মাঠে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণায় তিনি ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের দোসর স্থানীয় আবদুল কাদের মেম্বার, আবুল কালাম, শাহজাহান মেস্ত্রী, আবদুল্যাহ, সাগর ও আলী হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।
সোহরাব হোসেন বলেন, ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগের এই দোসররা ২০১৬ সালে তার ধূমপানের একটি পুরোনো ভিডিওকে মাদক সেবনের ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার সম্মানহানি করছে। তিনি এই মিথ্যা-অপপ্রচারেরপ্রতিবাদ জানান।
একই সঙ্গে অপপ্রচার ছড়ানো ফেসবুক আইডিগুলো সনাক্ত করে আইসিটি আইনে মামলার প্রস্তুতির কথাও জানান এই ইউপি সদস্য।