ইবির ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন 

সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে
সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বুননের সভাপতি সাজিয়া তাসনিম আপন এবং সদস্যসচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি মো. হাসেম আলী শেখ দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ঐক্যমঞ্চের কক্ষে আহ্বায়ক নাহিদুর রহমানের সভাপতিত্বে ঐক্যমঞ্চের অধিভুক্ত ১০টি সংগঠনের নেতাদের উপস্থিতিতে ঐক্যমঞ্চের দায়িত্ব হস্তান্তর করা হয়। 

নবনির্বাচিত সদস্যসচিব মো. হাসেম আলী শেখ বলেন, ‘আমাকে এই গুরুদায়িত্বে যোগ্য মনে করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন। আমরা সব সমাধান দিতে না পারলেও চেষ্টা করবো অধিকাংশ সমস্যার সমাধান দিতে। আমি নিষ্ক্রিয় সংগঠনদের চিঠি দিয়ে জানতে চাইবো তারা কেন আমাদের সাথে আসছেন না। তবে আমার একার পক্ষে ঐক্যমঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কেননা, আমি নিজেও একজন শিক্ষার্থী। এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি৷’

আরও পড়ুন: শেষ হলো খুবির ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

নবনির্বাচিত আহ্বায়ক সাজিয়া তাসনিম আপন বলেন, ‘যেহেতু ঐক্যমঞ্চের সম্পর্কে আমার ধারণা একটু কম ছিল তাই এতবড় দায়িত্ব কীভাবে সামলাবো তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে আপনারা আজকে যেভাবে আশ্বস্ত করেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন, এখন আমি অনেকটাই ভারমুক্ত বোধ করছি। বিভিন্ন সমস্যা আসবেই, আমরা একসঙ্গে কাজ করে সমস্যাগুলো জয় করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে বিনা বাধায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য আমরা চেষ্টা করবো সমস্যার পাশাপাশি সমাধানটা নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করার৷’

উল্লেখ্য, ক্যাম্পাসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে যেকোনো প্রভাব মুক্তকরণ, নিজেদের দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ঐক্যমঞ্চ’।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence