শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

শিক্ষার্থীদের জন্য পাঁচটি যাত্রীবাহী বাস চালু
শিক্ষার্থীদের জন্য পাঁচটি যাত্রীবাহী বাস চালু   © টিডিসি ফটো

শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পাঁচটি যাত্রীবাহী বাস। শিক্ষার্থীদের যাতায়াত সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে কলেজ কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলা নববর্ষের দিন, সোমবার (১৪ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে বাসগুলোর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মামুন, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আলী হাসান, বাস কোম্পানির স্বত্বাধিকারীরা, কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা জানান, বাসগুলো নির্ধারিত রুট অনুযায়ী চলবে এবং শিক্ষার্থীরা নামমাত্র ভাড়ায় এই বাস সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন কলেজ শুরুর সময় শিক্ষার্থীদের কলেজে আনা এবং ছুটির পর নিজ নিজ রুটে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। এই সুবিধা ভোগ করতে শিক্ষার্থীদের অবশ্যই কলেজের বৈধ আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় পুরো কলেজজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এতদিন নির্ভরযোগ্য পরিবহন না থাকায় সময়মতো ক্লাসে উপস্থিত হতে না পেরে অনেক গুরুত্বপূর্ণ পাঠ বাদ পড়েছে। নতুন এই বাস সুবিধার মাধ্যমে সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence