ইবির পরিবহন প্রশাসক পদ থেকে উপ-উপাচার্য এয়াকুব আলীর পদত্যাগ

অধ্যাপক ড. এম এয়াকুব আলী
অধ্যাপক ড. এম এয়াকুব আলী  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আনুমানিক চার মাস আগেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। কি অদৃশ্য কারণে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়নি আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবেই অনেকবার বলেছিলাম, আমি এই দায়িত্বটি পালন করতে আগ্রহী নই। ফলে এই দায়িত্ব আমার কাছে থাকায় ইতোমধ্যে আমার ইমেজ সংকট তীব্রতর হয়। অতএব এই দায়িত্ব থেকে অতিদ্রুত আমাকে অব্যাহতিদানে বাধিত করতে আপনার সদাশয় মর্জি কামনা করছি।’

আরও পড়ুন: ফেব্রুয়ারির বেতন ইএফটিতে পাবেন মাদ্রাসা শিক্ষকরা, অর্থ লেনদেনে সতর্কতা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন পদত্যাগ করায় গত ২৯ সেপ্টেম্বর পরিবহন প্রশাসক পদে দায়িত্ব পান ড. এম এয়াকুব আলী। পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বরত অবস্থায় গত ২ ডিসেম্বর উপ-উপাচার্য হিসেবেও নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়া করা বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়লে ২০ শিক্ষার্থী আহতের ঘটনায় পরিবহন প্রশাসক পদ থেকে উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করে বেশ কয়েকটি ছাত্রসংগঠন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence