ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন

ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন করেন উপাচার্য
ইবির বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির প্ল্যান্টের উদ্বোধন করেন উপাচার্য  © টিডিসি

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ এ প্ল্যান্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের। ফলে হলের আবাসিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রভোস্টের কাছে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপনের দাবি জানায়। তাই হলের দুইটি ব্লকে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তী সময়ে সব কটি ব্লকেই স্থাপন করা হবে বলে জানা যায়। সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিস, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণ করতে সক্ষম। এ ছাড়া প্যাথোজেন এলিমেন্টস যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়াসহ ক্ষতিকারক উপাদানগুলো ফিল্টার করে থাকে এই ফিল্টার।

আরও পড়ুন: রাবিতে সমন্বয়ক ও সাংবাদিকদের জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, ‘আমরা আপাতত দুটি ব্লকে প্ল্যান্ট স্থাপন করেছি। পরবর্তী সময়ে অন্যান্য ব্লকেও স্থাপন করা হবে।  আমরা সব সময় শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমি থাকা অবস্থায় এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি শুধু চাই তোমরা আমার পাশে থাকো।’

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। নিরাপদ পানি পাওয়া শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করায় বঙ্গবন্ধু হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনেও এমন শিক্ষার্থীবান্ধব কাজে প্রভোস্টরা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা করি। এ সময় উপাচার্য হলের ডাইনিং রুম পর্যবেক্ষণ করেন। এবং সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পক্ষেও মতামত দেন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!