বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা © টিডিসি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যাকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

অধ্যাপক মোল্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৯৭ সালে একই বিভাগ থেকে এমএসসিতেও প্রথম শ্রেণি অর্জন করেন।

তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ফ্রন্টিয়ার ইনফরমেটিকস বিভাগ থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল/কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো এবং সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক মোল্যা জাপানের University of Tokyo, Tokyo University of Agriculture and Technology, Kyushu Institute of Technology-তে Visiting Professor & Visiting Researcher ছিলেন। গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসিং, ক্লাইমেট ডায়নামিক্স, অডিটরি সিগনাল প্রসেসিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি ১৯৯৭ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন। অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা দীর্ঘদিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রকল্পের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বিভিন্ন সময়ে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, সৌদি আরব ও কানাডার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে: জামায়াত
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিটি কেন্দ্রে সিসিটিভির বিষয়টি আশ্বস্ত করেছেন প্রধান উপদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনে কোন কারচুপি চলতে দেয়া হবে না: হামিম
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে মিডল-অর্ডারেই খেলবেন হৃদয়, জানিয়েছেন লিটন
  • ১৮ জানুয়ারি ২০২৬
রামগঞ্জে বিএনপির এমপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত কবে?
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9