বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু মঙ্গলবার 

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন থেকে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ ফেলানির বাবা মেলা উদ্বোধন করবেন। প্রশাসন থেকে প্রথমবারের মত আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলায় থাকছে ১৮টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

এছাড়াও পাঁচ দিন ব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন ২টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। 

বইমেলায় ২১ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপনী দিনে উপস্থিত থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।  আবু সাঈদ বইমেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬