রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দাবিতে স্থানীয় শিক্ষার্থীদের মানববন্ধন

২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল © টিডিসি

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় চলছে শিক্ষার্থীদের টানা আন্দোলন। এবার তাদের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় ছাত্রসমাজ।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে শাহজাদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা বলে, শাহজাদপুরবাসীর আন্দোলনের ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ৮ বছরেও এখানে ক্যাম্পাস না হওয়ায়, এই নায্য দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।’

এর আগে বিগত ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। কিন্তু দীর্ঘদিনেও কোনো আশানুরূপ সিদ্ধান্ত না হওয়ায় এবার শিক্ষার্থীরা আশ্বাসের বদলে বাস্তবায়ন চেয়ে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং গতকাল ও আজ মানববন্ধন করে ও সড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। 
পরে ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!