কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ উত্তীর্ণ শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ভর্তিচ্ছুদের বুধবার (১৫ জানুয়ারি) প্রয়োজনীয় কাগজপত্রসহ ক্যাম্পাসে এতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জিএসটি (গুচ্ছভুক্ত) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভ্যন্তরীণ মাইগ্রেশন/শূণ্য আসনে ভর্তি হতে আগ্রহীদের ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য আহবান করা হচ্ছে। পরবর্তীতে আসন শূণ্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। 

পরবর্তীতে ওয়েবসাইটে (www.cou.ac.bd) প্রকাশ করে জানানো হবে। উল্লেখ্য, যে সব শিক্ষার্থী শূন্য আসনের বিপরীতে নির্বাচিত হবেন, তারা যদি জিএসটি (গুচ্ছভুক্ত) বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি বাবদ ৫ হাজার টাকা প্রদান করে থাকেন তাহলে তার ৫ হাজার টাকা ব্যতীত চূড়ান্ত ভর্তির জন্য ৯ হাজার ৬০০ টাকার সঙ্গে অনুষদ কর্তৃক নির্ধারিত ফি  ও বিভাগ কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে।

আরো পড়ুন: কপাল খুলল বেরোবিতে ভর্তি ইচ্ছুদের, গণবিজ্ঞপ্তি প্রকাশ

আর যারা নতুনভাবে নির্বাচিত হবেন তাঁদেরকে সম্পূর্ণ টাকা (৫০০০+৯৬০০+অনুষদ কর্তৃক নির্ধারিত ফি+বিভাগ কর্তৃক নির্ধারিত ফি) প্রদানপূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো বলা হয়েছে, জিএসটি পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে গত ৬ জানুয়ারি যে পত্র জারি করা হয়েছে, তা রহিত করা হলো। জিএসটি কেন্দ্রীয় কমিটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলমান রাখার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলমান রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ