পাঠ্যবইয়ে আবু সাঈদ হত্যার তারিখ ভুল, প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
বিক্ষোভ ও মানববন্ধনে বেরোবি শিক্ষার্থীদের একাংশ

বিক্ষোভ ও মানববন্ধনে বেরোবি শিক্ষার্থীদের একাংশ © সংগৃহীত

নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। ভুল তারিখ সংশোধনের দাবি এবং অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে মানবন্ধ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, নতুন পাঠ্যপুস্তকে এনসিটিবি প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। এই ভুল আমরা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছি। আমরা মনে করি, এটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করতেই এমনটি করা হয়েছে, যেন আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থান সম্পর্কে বিভ্রান্ত করা যায়। ভুল তারিখ সংশোধনের দাবি এবং এটি ইচ্ছাকৃত ভুল কিনা সে ব্যাপারে সুষ্ঠুতদন্তের দাবি জানাচ্ছি। 

প্রসঙ্গত, গত বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাসে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়লে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন। দুর্বার আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পার্ক গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

শহিদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ১৮ অগাস্ট সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?
  • ২০ জানুয়ারি ২০২৬
বিদেশ থেকে ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট
  • ২০ জানুয়ারি ২০২৬
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9