২০২৪ সালে যাদের হারিয়েছে তিতুমীর কলেজ 

০১ জানুয়ারি ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যারা

চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যারা © ফাইল ফটো

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, স্বপ্ন ও অগ্রগতির প্রত্যাশা। এরই মধ্যে অনেকে নতুন বছরের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। আনন্দ-বেদনা, আশা-নিরাশায় ভেলায় চড়ে সবাই ২০২৪ সালকে বিদায় জানিয়েছেন। এখন পেছন ফিরে দেখা যাক ফেলে আসা দিনগুলো।

ফেলে আসা বছরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ হারিয়েছে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী ও কর্মচারীকে। যারা কোনো দিন ফিরবেন না। চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ২০২৪ সালে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক ঘটনাগুলো নিয়ে এ প্রতিবেদন

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী
গত বছরের ৯ জানুয়ারি রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তামিম হোসেন। পথিমধ্যে রাজধানীর কুড়িল ফ্লাইওভারে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী
২০২৪ সালের ৯ মার্চ দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার গুলশান এলাকায় যাত্রীসেবা পরিবহন ‘ঢাকা চাক’ বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন এবং তার বন্ধু। স্থানীয়রা তাদের পার্শ্ববর্তী শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। পরে ইমামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় ইমামের মৃত্যু হয়।

শারীরিক অসুস্থতায় মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ৩ জুন নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন সরকারি তিতুমীর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক। তবে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মামুন মিয়া
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন, ১৮ জুলাই দিবাগত রাতে ঢাকার রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ হন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া। এরপর তার বন্ধুরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। 

পরের দিন, ১৯ জুলাই, চিকিৎসাধীন অবস্থায় মামুন মিয়া মৃত্যুবরণ করেন। শহীদ মামুন মিয়ার স্মরণে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগ চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ মামুন মিয়া চত্বর’ নামকরণ করা হয়। এছাড়াও, তার নামে তিতুমীর কলেজে একটি ছাত্রাবাসের নামকরণ করা রয়েছে।

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 
২০২৪ সালের ১১ অক্টোবর তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জানা যায়, সিরাজগঞ্জে সোহাগের নিজ গ্রামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পড়েন এবং লোহাজাতীয় একটি শক্ত বস্তুর সঙ্গে মাথায় আঘাত পান। এরপর তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিস সহকারীর মৃত্যু
ফেলে আসা বছরের ১ নভেম্বর ভোর পাঁচটায় রাজধানী ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী রিমন তালুকদার মৃত্যুবরণ করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9