সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শাবিপ্রবির ‘কিন’র  শীতবস্ত্র বিতরণ

শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ
শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ  © টিডিসি ছবি

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। শনিবার (২১ ডিসেম্বর) ‘কিন স্কুল’-এর ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ‘কিন’র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান ও অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে প্রক্টর বলেন‚ ‘কিন স্কুলের শিশুদের মাঝে যে উচ্ছ্বাস ও আগ্রহ দেখি‚ তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি চাই কিন স্কুল আরো দূর এগিয়ে যাক এবং শিক্ষার্থীরা একদিন বড় হয়ে আলোকিত সমাজ গড়ার কারিগর হয়ে উঠুক।’

এ বিষয়ে ‘কিন’র সাধারণ সম্পাদক ইরাম বলেন‚ ‘আমাদের কিন স্কুলের প্রতিটি শিশু আমাদের পরিবারের মতো। তাদের সামান্য হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি‚ তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই এক ক্ষুদ্র প্রকাশ। আমরা সবাই মিলে একদিন এই শিশুদের জন্য আরও বড় কিছু করতে চাই।’

প্রসঙ্গত, ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত' এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি শাবিপ্রবিতে যাত্রা শুরু করে ‘কিন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম (কিন স্কুল), শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি‚ রক্তদান কর্মসূচি‚ সামাজিক সচেতনতা এবং চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!