অপরের প্রতি জুলুম না করার আহবান চাঁবিপ্রবি ভিসির
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ন্যায়ের প্রতি চলা এবং অপরের প্রতি জুলুম না করার আহবান জানিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ আহ্বান জানান ভিসি। উপাচার্য দপ্তরের কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি।
ড. পেয়ার আহম্মেদ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এ বিজয়, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুষ্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য দেন মো. তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনিসহ প্রমুখ।