বুদ্ধিজীবী দিবসে রুয়েটে আলোকচিত্র প্রদর্শনী

১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
প্রদর্শনী ঘুরে দেখছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সহ শিক্ষার্থীরা

প্রদর্শনী ঘুরে দেখছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সহ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েট (পিএসআর) কর্তৃক শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে রুয়েটের ক্যাফেটেরিয়ায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । 

এ সময় রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো রবিউল ইসলাম সরকার প্রদর্শনী ঘুরে দেখেন এবং শহিদদের স্মৃতি স্মরণ করেন। ছাত্রকল্যাণ পরিচালক বলেন, একাত্তরের বিজয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছিল অনস্বীকার্য। বিজয়ের দ্বারপ্রান্তে এসে একটি জাতির শ্রেষ্ঠ মেধাবীদের নৃশংসভাবে হত্যার নজির খুবই কম আছে। বিজয়ের দ্বারপ্রান্তে এসে তাদের এই আত্মত্যাগ তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন । 

অধ্যাপক ড. রবিউল ইসলাম আরো জানান, শিক্ষার্থীদের এই ধরনের যেকোনো কাজকে রুয়েট প্রশাসন সর্বদাই সাধুবাদ জানায়। ভবিষ্যতে চব্বিশের চেতনাকে উজ্জীবিত রাখতে  এই ধরনের প্রোগ্রাম গুরুত্বের সাথে আয়োজনের কথা জানান তিনি।

প্রসঙ্গত, প্রদর্শনীতে শহিদ বুদ্ধিজীবীদের বিভিন্ন স্থিরচিত্র সহ জুলাই বিপ্লবের বেশ কিছু ছবিও স্থান পেয়েছে। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত ক্যাফেটেরিয়ায় সকলের জন্য উন্মুক্ত থাকবে ।

সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ৩০,…
  • ০৫ জানুয়ারি ২০২৬
অবশেষে সুরভীর জামিন
  • ০৫ জানুয়ারি ২০২৬
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
  • ০৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু ১০ জানুয়ারি, চলবে যতদিন
  • ০৫ জানুয়ারি ২০২৬
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, জামায়াত-এনসিপি কত?
  • ০৫ জানুয়ারি ২০২৬
পুরো রমজান স্কুল বন্ধ রাখতে দুই মন্ত্রণালয়ে উকিল নোটিশ
  • ০৫ জানুয়ারি ২০২৬