বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম-১২ আসনে © সংগৃহীত
চট্টগ্রাম- ১২ (পটিয়া) সংসদীয় আসনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন এম এ খালেক,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে আরো উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, যুগ্ম আহবায়ক এস এম নয়ন,মোহাম্মদ শাহাদাৎ। এছাড়া ও আরো উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক একটি কমিটি গঠন করে বিএনপি। কমিটির আহবায়ক করা হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে এবং সদস্য সচিব করা হয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলকে। সদস্য করা হয় ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, মাওলানা মো. সেলিম রেজা, মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ, কামরুল ইসলামকে।
গত ৭ থেকে ১৩ ডিসেম্বর ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদল আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ ডিসেম্বর বিএনপির আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সবগুলো কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।