ফেনী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত 

ফেনী বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফেস্টিভ্যাল
ফেনী বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফেস্টিভ্যাল   © টিডিসি ফটো

ফেনী ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাতে ইউনিভার্সিটি প্রাঙ্গণে ‘বিজ ফিয়েস্তা সিজন টু’ ব্যানার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রইস কাইজার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিজনেস ফেস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্ব এবং সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরিশেষে, এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা। 

আব্দুল্লাহ হাসান নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার চাপের মাঝে এমন আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দদায়ক। এটি শুধু বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধনকেই সুদৃঢ় করে না, বরং আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।

ফারহা তাবাসসুম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিজনেস ফেস্টিভ্যালের মাধ্যমে ব্যাচমেট, শিক্ষকসহ আমাদের ব্যবসায় প্রশাসন পরিবারের প্রত্যেক সদস্যের একত্রিত হওয়াটা আনন্দের এক অনন্য অনুভূতি এনে দিয়েছে। পড়ালেখার বাইরে এমন আয়োজন একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের।

ব্যবসা প্রশাসন অনুষদের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী ফারহা তাবাসসুম রাহি ও ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী তারেক ফারদিনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের নবাগত ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ, প্রক্টর মো. আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুস, ফেনী ক্লিনিক ও জেডইউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মর্তুজা টিপু, আহমেদ অটোমোবাইলের ম্যানেজিং ডিরেক্টর সৈকত আহমেদ অয়ন, অপটিক ওয়েইভের সিইও আরিফ ইসলাম, চলেন ট্যুর দেই'র প্রতিষ্ঠাতা আরিয়ান মজুমদার। 

এতে ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, সহকারী অধ্যাপক সালমা আক্তার, সহকারী অধ্যাপক হাসান আহমেদ, সহকারী অধ্যাপক মেহেজাবীন তাবাসসুম সুজানা, প্রভাষক আয়েশা আবসারসহ কর্মকর্তা কর্মচারী শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

আলোচনা শেষে বিভিন্ন ধরনের খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ