চারটা পর্যন্ত মহাখালীতে সড়ক-রেল অবরোধ করে বিক্ষোভ করবে তিতুমীরের শিক্ষার্থীরা 

১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে মহাখালীতে রেললাইন ও মহাখালী আমতলী সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অন্যদিকে, ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এছাড়া আটকে রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা তিনটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থী ওয়াহিদ ইসলাম অনিক বলেন, আজকে চারটা পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি ঘোষণা দেয়া রয়েছে। চারটার পরে আমরা অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। কমিশন গঠন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

পুলিশের তেজগাঁও জোনের এডিসি মিজান জানান, শিক্ষার্থীদের আন্দোলনের যাতে কোনো প্রকার নাশকতা না হয় আমরা সেই বিষয়টি দেখছি। এছাড়াও আমরা তাদের অনুরোধ করছি যেন জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কর্মসূচি থেকে যেন সরে আসে।

এর আগে আজ সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বনানীর প্রধান সড়ক ও মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রেখেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, মহাখালীতে অবরোধের কারণে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা আলাপ–আলোচনা করছি।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পথচারী ও গাড়িচালকেরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!