নবীনদের বরণে আল্পনায় সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আল্পনা আঁকা হচ্ছে
ইবিতে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আল্পনা আঁকা হচ্ছে  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজ শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস। নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে রংবেরঙের আল্পনায় সেজেছে ক্যাম্পাস। পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

সে আমেজকে আরো রাঙিয়ে তুলেছে ক্যাম্পাসজুড়ে আঁকা আল্পনা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র সদস্যরা তাদের রংতুলির আঁচড়ে এসব ফুটিয়ে তুলেছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ফলিত বিজ্ঞান অনুষদ, বিবিএ অনুষদ, রবীন্দ্র-নজরুল কলা ভবন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনসহ প্রায় প্রতিটি ফ্যাকাল্টির সামনে বিভিন্ন রকমের আল্পনা অঙ্কন করেছেন অভয়ারণ্যের সদস্যরা।

এর মাধ্যমে ফ্যাকাল্টি সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তারা। এতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে ধারণা পেতে পারবেন। এছাড়া মেইন গেট দিয়ে ঢুকতেই সামনে সারিবদ্ধভাবে লেখা হয়েছে অধ্যয়নরত সাতটি ব্যাচের নাম, যাতে শিক্ষার্থীরা তাদের সিনিয়র ব্যাচগুলো সম্পর্কে জানতে পারেন। অভয়ারণ্যের এ কার্যক্রমে স্পন্সর হিসেবে রয়েছে গ্রীন আর্কিটেক্ট। সহযোগিতা করেছে চারুকলা বিভাগ।

পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের সদস্যরা জানান, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসে মেইন গেট, সব ফ্যাকাল্টি গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এ আল্পনা আঁকা হয়েছে। নবীন শিক্ষার্থীদের আগমনকে স্বাগত জানাতেই অভয়ারণ্যের এ প্রায়াস। 

আল্পনাতে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচগুলোর নাম, যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচগুলোর পরিচয় পেতে পারেন। তাদের আশা, এ উদ্যোগ নবীনদের মনে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। 

আরো পড়ুন: ৭ কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি

অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, নবীন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের অলংকার। নবীনদের বরণ করতে আমরা এ সুন্দর বিশ্ববিদ্যালয়কে আরেকটু সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয় কতটা রঙিন, কতটা সুন্দর- তা নবীন শিক্ষার্থীদের দেখাতে। 

তিনি আরো বলেন, প্রতিটি আল্পনায় আমরা চেষ্টা করছি একটি নির্দিষ্ট প্রতীকী মাধ্যমে নবীনদের বোঝাতে যে, আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা চাই নবীন শিক্ষার্থীরা চরম আত্মনির্ভরতা এবং উৎফুল্লতার সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন এ রঙিন রাস্তা দিয়ে শুরু করুক। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে আরেকটু রঙিন করে তুলি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence