‘জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে’

২৩ অক্টোবর ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা

সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাবি অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে আবারো অবরোধ কর্মসূচিত পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সায়েন্সল্যাব মোড়। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা কলেজ শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এর আগে  বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসতে থাকেন।

এরপর বেলা সাড়ে ১২ টার পরে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে সায়েন্সল্যাব মোড়ে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এসময় সাইন্সল্যাব সংলগ্ন সকল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন। 

"সাত কলেজ আওয়াজ তুলো, অধিভুক্তি বাতিল করো,অধিভুক্তি না মুক্তি, মুক্তি মুক্তি, শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা, শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানবো না, জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে" ইত্যাদি স্লোগানে মুখরিত করে রাখে সাইন্সল্যাব মোড় সংলগ্ন এলাকা।

প্রশিক্ষণবিহীন মাদ্রাসা শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিক্রয় ডটকম, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে রেকর্ডসংখ্যক উত্তরপত্র বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে সবার সেরা রাজউক উত্তরার ফাতিম
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিয়মিত ব্যবহার্য জিনিসকে অস্ত্র হিসেবে দেখিয়েছে কিছু মিডিয়া…
  • ২৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, পদ ৮, আবেদন শ…
  • ২৬ জানুয়ারি ২০২৬