ড. কাজী খলীকুজ্জমান

উদ্যোক্তা অর্থনীতির বিকাশের মাধ্যমে ধন বৈষম্য হ্রাস পাবে

বক্তব্য রাখছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ
বক্তব্য রাখছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ  © টিডিসি ফটো

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উদ্যোক্তা অর্থনীতির বিকাশের মাধ্যমে ধন বৈষম্য হ্রাস, জাতীয় প্রবৃদ্ধির সাথে সাথে মানব উন্নয়নের সূচক এবং টেকসই উন্নয়নের প্রতিটি লক্ষ্যমাত্রা যে গুরুত্বপূর্ণ তা বাস্তবায়ন করার লক্ষ্যে একযোগে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে কাজ করতে হবে। এছাড়া উদ্যোক্তা অর্থনীতির বিকাশকে সম্প্রসারণের জন্য এ উপলক্ষে উচ্চতর স্তরে গবেষণা ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ঢাকা স্কুল অব ইকনোমিকসে রবিবার ‘টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা অর্থনীতি’ শীর্ষক একটি লোক বক্তৃতায় প্রধান অতিথি হিসাবে এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য সরকারের সৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যে বাংলাদেশ ন্যাশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক অবশ্যই উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে। একই সাথে একটি দিবসকে উদ্যোক্তা দিবস হিসাবে প্রতি বছর পরিপালন করা এবং সে সাথে কিছু ব্যাংকের প্রধান কার্যালয় দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দিলে উদ্যোক্তা উন্নয়নে অর্থায়ন সম্ভব হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহমদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রেহানা পারভীন।

দু’দিন ব্যাপী উদ্যোক্তা উদ্ভাবন নিয়ে পোস্টার প্রতিযোগিতার উদ্বোধন করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এতে মোট ১০টি গ্রুপে উদ্যোক্তা অর্থনীতির ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেন।

 


সর্বশেষ সংবাদ