যবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবিতে আল্টিমেটাম

উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ৪৮ ঘণ্টার  মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য আল্টিমেটাম দেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং শিক্ষার মান বজায় রাখা সম্ভব নয় বলে শিক্ষার্থীরা মনে করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আজকের মানববন্ধনে আমাদের প্রধান দাবি হলো একজন স্থায়ী উপাচার্য নিয়োগ। মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যেন দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য দেয়া হয়। কারণ, বিশ্ববিদ্যালয়ের অনেক কাজ এবং শিক্ষার্থীদের অনেক দাবি আটকে রয়েছে, যা স্থায়ী উপাচার্য ছাড়া সমাধান সম্ভব নয়। জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা স্যারের দায়িত্বের সীমাবদ্ধতা আছে, তিনি সব কিছু করতে পারেন না। আমরা চাই আমাদের সমস্যার সমাধানের জন্য একজন স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক। আমরা এমন একজন উপাচার্য চাই, যিনি কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক মতাদর্শের অনুসারী হবেন না বরং ভালো গবেষক হবেন।

আরও পড়ুন: এবার বিইউবিটির ভিসির দায়িত্ব পেলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আরেকজন শিক্ষার্থী হাবিব আহমেদ শান বলেন, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমাদের সকল দাবি মেনে নিতে পারছেন না। তার কাছে আমরা আমাদের দাবিগুলো নিয়েও যেতে পারছি না কারণ তার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। অতীতে আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক এবং দুর্নীতি বিষয়ক নানা অনৈতিক কার্যক্রম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যকর সমাধান হয়নি, তার সাথে জড়িত ব্যক্তিরাও ক্যাম্পাসে রয়েছে। তাছাড়া দায়িত্বের সীমাবদ্ধতায় অনেক কাজেরই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান একজন স্থায়ী উপাচার্য ছাড়া সম্ভব নয়। যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মানা না হয়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence