পরিবহণ সংকটে ঝুঁকি নিয়ে যাতায়াত বিএম কলেজের শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের যাতায়াতের তিনটি বাস
শিক্ষার্থীদের যাতায়াতের তিনটি বাস  © টিডিসি ফটো

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রকট হয়ে উঠছে পরিবহণ সংকট। জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম মাত্র তিনটি বাস। ছাত্র-ছাত্রীদের জন্য কলেজে পর্যাপ্ত বাস না থাকায় এ সংকট প্রকট আকার ধারণ করেছ ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ কলেজ প্রশাসনের উদাসীনতার কারণে বাস সংকট নিরসন হচ্ছে না।

কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিএম কলেজে তিনটি বাস রয়েছে। এ তিন বাসের মাধ্যমেই মূলত শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করে। বাসগুলো বাকেরগঞ্জ, ঝালকাঠি ও গৌরনদীর রুটে চলে। প্রতিদিন সকালে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসে এবং ক্লাস শেষ আবার দিয়ে আসে । 

শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি থেকে এসে ক্লাস করে থাকেন। পরিবহণ সংকটের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে যাতায়াত করে। এ ধরনের পরিস্থিতিতে বিভিন্নসময় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনাও ঘটেছে। তবুও কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কলেজ পরিবহণ কম থাকায় অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারেন না। 

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, পদ্মাসেতু হওয়ার পরে ঢাকা মাওয়া বরিশাল হাইওয়ে খুবই ভয়ংকর উঠে। এই রুটে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই রোডে এক্সিডেন্ট লক্ষ্য করা যায়। কলেজ বাস সংকটের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে আমাদের কলেজে যেতে হয়। আমাদের এই রোডে মাত্র একটি কলেজ বাস চলাচল করে। কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,তারা যেন আমাদের এই রোডে আরো অন্তত কয়েকটা বাস যুক্তকরা হোক।

এবিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক বলেন, পরিবহণ সংকট নিরসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আসা করছি খুব শীঘ্রই পরিবহণ সংকট সমস্যা নিরসন হয়ে যাবে।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence