তীব্র গরমে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জবির
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:২৩ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:৫১ PM
তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আজ রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাশসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া পরীক্ষা নেওয়া হবে পরে।
জানা গেছে, প্রাথমিকভাবে এক সপ্তাহ অনলাইনে ক্লাস নেওয়া হবে। এরপর পরস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। তা পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন: তীব্র তাপপ্রবাহে ‘শিক্ষকরা চাইলে’ বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এ সময়ের মধ্যে থাকা পূর্ব নির্ধারিত পরীক্ষাও পিছিয়ে যাবে। পরবর্তী নতুন সূচি নির্ধারণ করে এসব পরীক্ষা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।