ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি ড. রবিউল

অধ্যাপক ড. রবিউল হোসেন
অধ্যাপক ড. রবিউল হোসেন  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন। তিনি আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিভাগীয় সভাপতির কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের স্থলাভিষিক্ত হলেন। 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রওশন আরা সেতুর সঞ্চালনায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী,  ড. বাকী বিল্লাহ বিকুলসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসাধ্য চেষ্টা করবো। বিভাগের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা কাম্য। 

প্রসঙ্গত, অধ্যাপক রবিউল হোসেনের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা, আরণ্যক ও অন্যান্য প্রবন্ধ, বাঙালির জাগরণ: বঙ্গীয় মুলমান সাহিত্য সমিতি, আবদুল হক: বুদ্ধির মুক্তির উত্তরাধিকার, সমকাল পত্রিকার সামাজিক ভূমিকা, ডাক ও খনার বচন (সংকলন), স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেরা বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (সংকলন)।

 তিনি সাহিত্য চর্চা ও গবেষণা স্বীকৃতি হিসেবে তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩, মহাকবি মধুসূদন পদক ২০১৫ পেয়েছেন। এছাড়া ২০১৬ সালে নজরুল গবেষণা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ স্মারক সম্মাননা পদক পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence