ঢাকা কলেজের জুনিয়ররা মিলে পেটালেন সিনিয়র শিক্ষার্থীকে

২২ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
অভিযুক্ত শিক্ষার্থীরা

অভিযুক্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা কলেজের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীর বিরুদ্ধে৷ মারধরের শিকার শিক্ষার্থীর নাম মো. রনি। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১ টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে৷ পরে ভুক্তভোগী রনি প্রাথমিক চিকিৎসা নিয়ে কলেজে এসে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে বিষয়টি অবহিত করেন। 

মারধরের শিকার রনি বলেন, ঘটনার সূত্রপাত হয়েছে আমার পরিচিত আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে নেওয়াকে কেন্দ্র করে। আমি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী রিফাত একই বাসায় থাকি৷ রিফাতের আইডি কার্ড ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিয়ে যায়৷ আইডি কার্ড আনতে শহীদ মিনার এলাকায় রিফাত আমাকে নিয়ে যায়৷ এসময় আমি তাদেরকে ক্যাম্পাসের সিনিয়র ভাই হিসেবে পরিচয় দিয়ে আইডি কার্ড ফেরত দেওয়ার অনুরোধ করি৷ তারপরও তারা ২০-২৫ জন মিলে আমাকে মারধর করে৷ পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে৷ আমি একজনকে চিনতে পেরেছি৷ ওর নাম আল-আমিন সামি৷ আমি সাথে সাথেই কলেজে এসে বিষয়টি আমার বিভাগীয় প্রধানকে জানিয়েছি৷ 

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, এই ঘটনার সময় শহীদ মিনার এলাকায় ২০-২৫ জনের একটি দল যাদের প্রত্যেকে ঢাকা কলেজের ইনিফর্ম পরা অবস্থায় ছিল৷ মারধরে জড়িত তিন জনের শুধু মাত্র ইউনিফর্ম ছিলো না৷ তাদের হাতে লাঠি, চেইন ও রড ছিল।

এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নাম আব্দুল্লাহ। আমি এই ঘটনার সাথে জড়িত নই৷ আপনি ভুল নাম্বারে ফোন দিয়েছেন৷ আপনার কাছে প্রমাণ থাকলে নিয়ে আসেন।’ একথা বলে তিনি ফোন কেটে দেন৷ পরে একাধিকবার কল দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়৷ 

এ নিয়ে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ নেওয়াজ বলেন, আমি বিষয়টি জেনেছি৷ ভুক্তভোগী ঐ ছাত্র আমার কাছে এসেছিলো৷ আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি৷ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে৷ 

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি আমার জানা নেই৷ অমি খোঁজ নিচ্ছি৷ ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরসহ ৪ সদস্যের বৈঠক আজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুবার সাংবাদিকদের ডেকে মতবিনিময় সভা বাতিল, এমপি প্রার্থী সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9