ইবিতে ৬টি ককটেল উদ্ধার, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক 

১২ জানুয়ারি ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
ইবিতে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ইবিতে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার © টি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রক্টরিয়াল বডির সহায়তায় ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে পুলিশের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। ফলে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কর্মকর্তাদের কোয়ার্টারে থাকা ইমরান নামের একজন দুটি বস্তু দেখে নিরাপত্তা কর্মীদের জানায়। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। এ ছাড়া আজ শুক্রবার সকাল ৭ টায় অভিযান চালিয়ে আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, এ পর্যন্ত ক্যাম্পাসের লালনের পকেট গেটে দুইটি, জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি ও বঙ্গবন্ধু হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। ইতিমধ্যে সবগুলোই নিষ্ক্রিয় করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। ককটের সদৃশ বস্তু আসলেই ককটেল কিনা তা পরীক্ষা করা হবে। আমরা বিষয়টি গুরত্বের সঙ্গে কাজ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি। এখন পর্যন্ত ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ইবি থানা পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬