নির্বাচনের জন্য তিনদিন স্থগিত ইবির পরীক্ষা, খোলা থাকবে হল

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ থাকবে। তবে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিস এবং আবাসিক হল। ভোটগ্রহণের দিন ক্লাস-পরীক্ষা ও অফিসও বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের কারণে আগামী ৬ ও ৮ তারিখ সব বিভাগের পরীক্ষা বন্ধ  থাকবে।

আরো পড়ুন: চবির ভর্তি আবেদনে পেমেন্ট স্ট্যাটাসে জটিলতা, যা বলছে কর্তৃপক্ষ

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও নির্বাচনের আগের ও পরের দিন শুধু পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ দু’দিন খোলা থাকবে অফিস।

আবাসিক হল যথারীতি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সদস্য ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, সব আবাসিক হল খোলাই থাকবে।


সর্বশেষ সংবাদ