জন্ডিসে আক্রান্ত হয়ে ইবি ছাত্রীর মৃত্যু 

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জন্ডিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আকলিমা আক্তার আঁখি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সকাল ৯টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মৃত আকলিমা আক্তার আঁখি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সদ্রাতালু গ্রামের আইয়ুব আলীর কন্যা। পরিবারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট তিনি। গতবছর তার এক ভাইও দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফিরে যান আঁখি। বাড়ি ফেরার পর তাকে কাউনিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় জ্বর না কমলে পরে তাকে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে যান তার পরিবার। এর দুইদিন পরও অবস্থার কোনো উন্নতি না হলে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল তার মৃত্যু হয়। 

বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাজু বলেন, আখি মেধাবী শিক্ষার্থী ছিল। সে অনেক বিনয়ী ও মিশুক ছিল। তার অকাল মৃত্যুতে আমরা শোকহত।

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬