ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদ, সম্পাদক জায়িম

২০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ইবি সাংবাদিক সমিতির সভাপতি  শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজমুল হক  জায়িম

ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক নিউ নেশন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি তাজমুল হক জায়িম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন অধ্যাপক ভিসি ড. শেখ আবদুস সালাম ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পরে ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ও বিশ্বদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ইমানুল সোহান (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ইনকিলাব), অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (চ্যানেল-২৪ অনলাইন), দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ (খোলা কাগজ) ও প্রচার সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ)। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল রানা (বাংলাদেশ পোস্ট), মোর্শেদ মামুন (কালবেলা) ও মাহমুদুল হাসান (দৈনিক যায়যায়দিন)।

আরও পড়ুন: চুয়েট সাংবাদিক সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

ফলাফল ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী ও ইবিসাস’র সাবেক সভাপতি সুজা উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম বলেন, আমার উপর আস্থা রেখে ইবিসাস’র দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬