নজরুল বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হচ্ছে কুয়াশা উৎসব

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'কুয়াশা উৎসব'। এবারের স্লোগান 'হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়'।

আজ রবিবার ও আগামীকাল সোমবার ( ১০ ও ১১ ডিসেম্বর) দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হবে 'কুয়াশা উৎসব-১৪৩০'। উৎসবের প্রথমদিন থেকেই থাকছে চিত্রকলা, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রাগ সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, সাহিত্য আলোচনা, রম্য বিতর্ক, নাট্য পরিবেশনা, নৃত্য পরিবেশনা, রস উৎসব, পিঠা পার্বণ, পালাসহ নানা আয়োজন। 

দ্বিতীয়বারে গৃহীত উৎসব বন্ধু নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এবারো উৎসব বন্ধুদের অর্থায়নে আয়োজন করা হচ্ছে এই উৎসব। উৎসবের দুই দিন গান পরিবেশন করতে আসছে ব্যান্ড দল সহজিয়া, মাদল, গঞ্জে ফেরেশতা, মুয়ীয মাহফুজ ও কফিল আহমেদ।

কুয়াশা উৎসবের আয়োজক পর্ষদের উপদেষ্টা ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী উল্লাহ বলেন, বাংলার লোক উৎসবগুলোর তাৎপর্যকে ধারণ করেই কুয়াশা উৎসব শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সাথে সম্পর্কিত রয়েছে। আশা করছি সবার সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে পালিত হবে এবারের উৎসব।

আয়োজক পর্ষদের সদস্য অভীক তালুকদার জানান, দ্বিতীয়বারের মতো কোন স্পন্সর ছাড়া উৎসব বন্ধুদের আর্থিক সহযোগিতায় কুয়াশা উৎসব পালিত হচ্ছে। আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ক্যাম্পাসে এসে কুয়াশা উৎসব উপভোগ করুক। আমাদের বাংলা সংস্কৃতি আরও বিস্তৃত হোক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence