জবি উপাচার্যের মৃত্যুতে ইবি উপাচার্যের শোক

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শনিবার (১১ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. ইমদাদুল হকের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে উপাচার্য বলেন, একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও উদ্ভিদবিজ্ঞানী হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়াও, পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তাঁরা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) ভোরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে, চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান।


সর্বশেষ সংবাদ