ইবিতে মির্জা ফখরুলসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে ইউট্যাব-এর মানববন্ধন

১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন

বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার(১১ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ড. মাহফুজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে ইউট্যাব ইবি শাখার সভাপতি ড. তোজাম্মেল হোসেন বক্তব্য প্রদান করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ড. এমতাজ হোসেন, ড. এ. কে. এম মতিনুর রহমান, ড. আব্দুস সামাদ, ড. নজিবুল হক, ড. রুহুল আমিন ভূইয়াসহ বিএনপিপন্থি শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে ইউট্যাব ইবি শাখা সভাপতি ড. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জাতিসংঘ থেকে আবেদন জানানো হয়েছে, সেটাকে মূল্যায়ন না করে সরকার আবারও ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে নেওয়ার আয়োজন করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে এ কর্মসূচিতে এসেছি। স্বাধীন বাংলাদেশের প্রথম বিষয় ছিল বাকস্বাধীনতা কিন্তু আজ মানুষে বাকস্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে এবং গণতন্ত্রকে নির্বাসন দেয়া হয়েছে। আমরা এ মানববন্ধন থেকে সরকারকে অনুরোধ জানাচ্ছি যে, আপনি গণতন্ত্রের পথে আসেন নিজে শান্তিতে থাকুন দেশকে শান্তিতে রাখুন।

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬