অবরোধ সমর্থনে ইবির একাধিক ভবনে ছাত্রদলের ব্যানার  

০৬ নভেম্বর ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
অবরোধ সমর্থনে ইবির ভবনে ছাত্রদলের ব্যানার  

অবরোধ সমর্থনে ইবির ভবনে ছাত্রদলের ব্যানার   © টিডিসি ফটো

দেশব্যাপী ডাকা বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন ভবনের গেটে ব্যানার টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (০৬ নভেম্বর) সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনসহ কয়েকটি ভবনে ব্যানার টাঙান শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ব্যানারে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা দেখা যায়। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, আমরা একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমরা এই কর্মসূচি পালন করছি। এটা দেশের সকল জনগণ ও শিক্ষার্থীদের দাবি। একইসঙ্গে আমরা দাবি জানাচ্ছি যেন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। ক্যাম্পাস বন্ধ না করার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে দায় নিতে হবে। আমরা মনে করি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এক দফার বিকল্প নেই। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।

তবে ছাত্রদলের ব্যানার ঝুলানোর কিছুক্ষণ পর শাখা ছাত্রলীগের কর্মীরা সেখান থেকে তাদের ব্যানার সড়িয়ে ফেলেন বলে দাবি করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। 

তিনি বলেন, সকালে আমাদের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যানার দেখতে পায়। পরে তারা সেই ব্যানার সড়িয়ে ফেলে। ছাত্রদল এই ব্যানার লাগিয়ে দেশ বিরোধী চক্রান্তের পায়তারা করছেন দাবি করে তিনি বলেন, ‘তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যদি কেউ ক্যম্পাসের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করে তাহলে ছাত্রলীগ তাদের কঠোর হস্তে দমন করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি এমন একটি খবর পেয়েছিলাম যে প্রশাসন ভবনসহ কয়েকটি ভবনে ছাত্রদলের ব্যানার ঝুলছে। খবর পেয়ে একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই। তিনি গিয়ে কোনো ব্যানার পাননি। তবে কোনো ভবনে তালা দেয়নি কেউ।

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬