ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় শোভাযাত্রা 

শোভাযাত্রা
শোভাযাত্রা  © টিডিসি ফটো

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শিরোনামে ডায়না চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন ঘুরে আবার ডায়না চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, ক্যাপের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মুসা, ক্যাপ কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী, ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি ফয়সাল মোহাব্বত ফয়সাল, ক্যাপ কুষ্টিয়া জোনের সাংগাঠনিক সম্পাদক ফারুক আহমেদসহ সংগঠনটির প্রায় শতাধিক সদস্য। 

আরও পড়ুন: চলতি বছরই একক ভর্তি পরীক্ষা, রাষ্ট্রপতির অধ্যাদেশ শিগগিরই

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, মায়েদের ক্যান্সার সচেতনতায় তোমাদের কার্যক্রমকে আমি বলবো এটি একটি যুদ্ধ। আর যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছ তারা প্রত্যেকে এক একজন বীর যোদ্ধা। কারণ বীর যোদ্ধা না হলে এ কাজ করা যেতো না। মনের ইচ্ছা বা শক্তি না থাকলে এ কাজটি করা সম্ভব হতো না। 

তিনি আরও বলেন, এই কাজের দ্বারা যদি একজন মানুষেরও উপকার হয়, সেখানে আমাদের সফলতা ও স্বার্থকতা। আমরা প্রতিজ্ঞা করবো যে, আমরা আজীবন ভালো কাজের সাথে থাকবো, নিজেরা ভালো কাজ করবো এবং অন্যকে ভালো কাজে উৎসাহিত করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence